নাটোরে বাইক কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

প্রতীকী ছবি

নাটোরে বাইক কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নাটোর প্রতিনিধি  

বাবা-মা কথা দিয়েছিলেন জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলে মোটরসাইকেল কিনে দিবেন। কথামত পড়ালেখা করে ফলাফলে জিপিএ-৫ পেয়েছিল রিয়াদ হোসেন। কিন্তু ফলাফল প্রকাশের পাঁচ মাস গেলেও কথা রাখেনি বাবা-মা। আবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে গেলো কিন্তু রিয়াদের মোটরসাইকেল হচ্ছে না।

তাই বৃহস্পতিবার সকালে বাবা-মায়ের কাছে গিয়ে বলে আজ মোটরসাকেল কিনে না দিলে ভাল হবে না। বাবা আরও কিছুদিন সময় চাইলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নাটােরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাক মোড় এলাকায় ব্রাক অফিসের সামনে অজ্ঞাত ট্রাকের নিচে ঝাঁপ দেয় রিয়াদ। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর দেড়টার দিকে রিয়াদের মৃত্যু হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)
 

সম্পর্কিত খবর