টাঙ্গাইলে আজ ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

টাঙ্গাইলে আজ ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিতাস গ্যাসের ভাল্বপিট অপসারণের কারণে আজ সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

টাঙ্গাইলের তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারি ব্যবস্থাপক (রাজস্ব) খন্দকার মুনজুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজের জন্য শুক্রবার মহাসড়কের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের ভাল্বপিট জরুরি ভিত্তিতে অপসারণ করা হবে। এ কারণে গাজীপুরের কালিয়াকৈরসহ টাঙ্গাইলে সকাল ৮ টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।  

রাত ১০টার পর থেকে যথারীতি গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এর আগে গেল ২৬ এপ্রিল একই কারণে টাঙ্গাইলে প্রায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়ে গ্রাহকরা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর