মুসলিম দেশ হয়েও তাজাকিস্তানে হিজাব নিষিদ্ধ!

মুসলিম দেশ হয়েও তাজাকিস্তানে হিজাব নিষিদ্ধ!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হিজাব নিষিদ্ধ করল ৯৮ ভাগ মুসলমানের দেশ তাজাকিস্তান। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির জনগণের মধ্যে।

তাজাকিস্তানের সংস্কৃতিমন্ত্রী শামসুদ্দিন ওরুমবেকজোদা বলেছে, “ইসলামী পোশাক কিছুক্ষেত্রে সন্দেহের উদ্রেক করে। যখন কোনও মহিলা হিজাব পরে থাকেন, তখন অন্যরা সন্দেহের চোখে তাকান।

হিজাবের নিচে কিছু লুকিয়ে রাখতে পারেন বলে দুশ্চিন্তায় থাকেন। ’‌

নতুন আইনে সরকারি দপ্তরগুলিতে নারীদের হিজাব পরা নিষিদ্ধ হয়েছে। যদিও আইন পাস হওয়ার আগে গতমাসের শুরুতেই আট হাজার নারীকে সরকারি অফিসে হিজাব পরতে নিষেধ করেন কর্মকর্তাকরা। হিজাবের পরিবর্তে স্কার্ফ পরার পরামর্শ দেওয়া হয়।

 

তবে এই আইন অমান্য করলে কী শাস্তি হবে, সেটা এখনও ঘোষণা করা হয়নি।

সম্পর্কিত খবর