বিশ্বের ১১তম দেশ হিসেবে টেস্ট খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড

বিশ্বের ১১তম দেশ হিসেবে টেস্ট খেলতে যাচ্ছে আয়ারল্যান্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজ ক্রিকেটের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে আয়ারল্যান্ড। অভিষেক ঘটছে অভিজাত সংস্করণে। বিশ্বের ১১তম দেশ হিসেবে টেস্ট খেলতে যাচ্ছে দলটি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

নিজেদের দূর্গ ডাবলিনে ঐতিহাসিক ম্যাচটি গড়াবে বিকাল ৪টায়।

এর পরই ক্রিকেটের অভিভাবক সংস্থা-আইসিসির পূর্ণ সদস্য হিসেবে নাম লেখাবে আয়ারল্যান্ড। নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে আইরিশদের মধ্যে। এ টেস্টে স্মরণীয় কিছু দেখতে মরিয়া তারা।

চির ‘আনপ্রেডিক্টেবল’ দলটির বিপক্ষে খেলা বলে আশায় বুকও বাঁধছেন।

২০০৭ সালে ওয়ানডে স্ট্যাটাস পায় আয়ারল্যান্ড। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। দারুণ সব পারফরম্যান্সে সুনাম কুড়িয়েছে আইরিশরা। দ্বিপক্ষীয় সিরিজ ও বিশ্ব মঞ্চে আলো ছড়িয়েছে তারা। যে সাফল্যের রেসে অর্জন করেছে টেস্ট স্ট্যাটাস।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর