নেতৃত্ব বাছাইয়ে গণভবনে ছাত্রলীগের হাইকমান্ড

নেতৃত্ব বাছাইয়ে গণভবনে ছাত্রলীগের হাইকমান্ড

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন মুলতবি করে নেতৃত্ব বাছাইয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গেছেন শীর্ষ নেতারা।

আজ সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যথারীতি ছাত্রলীগে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এরপর ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বেলা ১১টার দিকে অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, ‘আমাদের দুপুরের খাবারের বিরতি আছে।

একই সঙ্গে নেত্রীর পরামর্শ জানতে আমরা গণভবনে যাচ্ছি। সেখান থেকে এসে আমরা আপনাদের সিদ্ধান্ত জানাবো। সে পর্যন্ত দ্বিতীয় অধিবেশন মুলতবি করা হলো। ’

মুলতবি ঘোষণার পর শীর্ষ নেতাদের নিয়ে সোহাগ গণভবনে যান।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর