তরুণলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

তরুণলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

রিপন হোসেন চঞ্চল • যশোর প্রতিনিধি

যশোর জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলামের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নেতা-কর্মীরা।  

আজ দুপুরে বিক্ষোভ মিছিলটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শেখ মনিরুলের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ আসর টালিখোলা মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা হবে।

উল্লেখ্য, গত রাতে মনিরুল নেতা-কর্মীদের সঙ্গে নতুন খয়ের তলা ভাস্কর্য মোড়ে তরুণলীগের অফিসে অবস্থান করছিলেন। এ সময় নয়-দশ জন অজ্ঞাত সন্ত্রাসী মোটর সাইকেলে করে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও সাত-আটটি বোমার বিস্ফোরণ ঘটায়।

এক পর্যায়ে সন্ত্রাসীরা খুব কাছ থেকে মনিরুল ইসলামের ওপর দুই রাউন্ড গুলি করে। এক রাউন্ড গুলি মনিরুলের কপালে বিদ্ধ হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। এখনো কাউকে আটক করা হয়নি। খুনিদের ধরতে আমাদের অভিযান চলছে। তবে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। ’

রিপন/অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর