ভারতের বিভিন্ন এলাকায় নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর বন্ধ

ভারতের বিভিন্ন এলাকায় নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

ভারতের পশ্চিম বঙ্গের বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনের কারণে আজ সোমবার সকাল থেকে দিনাজপুর হিলিস্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

মঙ্গলবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি আবার আগের মত স্বাভাবিক হবে। তবে হিলি বন্দরের পানামা পোর্টের দেশের ও স্থানীয় ট্রাকের লোড-আনলোডের কাজ স্বাভাবিক রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।


বাংলাহিলি কাষ্টমস সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানিয়েছেন, ভারতে পঞ্চায়েত নির্বচনের জন্য আজ সোমবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর