ফরিদপুরে মৃনাল সেনের জন্মবার্ষিকী পালন

ফরিদপুরে মৃনাল সেনের জন্মবার্ষিকী পালন

ফরিদপুরে মৃনাল সেনের জন্মবার্ষিকী পালন

ফরিদপুর প্রতিনিধি

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন ফরিদপুরের অহংকার। আমাদের এই খ্যাতিমান ব্যক্তিকে শ্রদ্ধাভরে স্বরণ করতে হবে এবং ভবিষ্যত প্রজন্মর মাঝে তাকে বাঁচিয়ে রাখতে হবে। মৃণাল সেনের শৈশব কেটেছে ফরিদপুরের মাটিতে। তিনি ছাত্র জীবন থেকেই চলচ্চিত্র নির্মানের জন্য লেখাপড়া করেছেন, কাজ করেছেন।

মৃণাল সেনের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাহিত্য পত্রিকা ‘উঠোন’ এর আয়োজনে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীন সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোকচিত্রশিল্পী নাছির আলী মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর এম এ সামাদ, উঠোন পত্রিকার সম্পাদক মফিজ ইমাম মিলন, রেজাউল ইসলাম, মজিবর রহমান।

আলোচনায় বক্তারা ফরিদপুরে ঝিলটুলিতে অবস্থিত মৃণাল সেনের পৈত্রিক নিবাসে তার ভাস্কর্য নির্মানের জন্য মতামত দেন।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর