জনগণের রায় মেনে নেব: খালেক

সংগৃহীত ছবি

জনগণের রায় মেনে নেব: খালেক

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আব্দুল খালেক বলেন, মানুষ উন্নয়ন চায়। খুলনার উন্নয়নে মানুষ নৌকায় ভোট দেবে। বিজয়ের বিষয়ে আমি আশাবাদী।

জনগণ যে রায় দিবে তা অবশ্যই মেনে নেব।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে আব্দুল খালেক নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে কেসিসির ১৮৩ নম্বর ভোট কেন্দ্র মহানগরীর পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দেন।

আবদুল খালেক বলেন, ২০১৩ সালের মতোই এবারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।

শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন হচ্ছে, স্বতঃস্ফূর্ত হচ্ছে। কাদের কাছে সুষ্ঠু হচ্ছে না তা আপনারা জানেন।

২০০৮ সালে মেয়র পদে নির্বাচিত হন তালুকদার আবদুল খালেক। পাঁচ বছর খুলনার মেয়রের দায়িত্ব পালন করার পর তালুকদার খালেক ২০১৩ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনির কাছে হেরে যান। সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র পদে নৌকার প্রার্থী এবারের নির্বাচনে।

উল্লেখ্য, এবার খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোট গ্রহণ কর্মকর্তা ৪ হাজার ৯৭২ জন। নির্বাচনে ভোট কেন্দ্র ২৮৯টি। এর মধ্যে ২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। এ ২টি কেন্দ্রের ১০টি বুথের ২ হাজার ৯৭৮ জন ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সম্পর্কিত খবর