যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

যমজ ছেলের বাবা হলেন রেলমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

এবার যমজ ছেলের বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে দুই ছেলের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার ।

রেলমন্ত্রী জানান, মা ও দুই নবজাতক দুজনেই সুস্থ আছে। দুই ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, ছেলেদের নাম এখনো ঠিক করা হয়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নাম ঠিক করা হবে। পরে জানানো হবে।

চার বছর আগে বিয়ে করা মুজিবুল-হনুফার সংসারে ঘর আলো করে প্রথম সন্তান এসেছে ২০১৬ সালের ২৮ মে।

মেয়ের নাম রাখা হয়েছে রিমু।

রেলমন্ত্রীর চিরকুমার থেকে যাওয়ার কথা নিয়ে যখন আলোচনা চলছিল ঠিক সেই সময়েই ৬৭ বছর বয়সে তার বিয়ের সিদ্ধান্তের খবর ২০১৪ সালে চমক তৈরি করেছিল। মন্ত্রিসভায় বিষয়টি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় ঘটনাটি টক অব দ্যা কানট্রিরিতে পরিণত হয়।  

৬৭ বছর বয়সে দীর্ঘ কুমারজীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী। ওই বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাঁকজমকপূর্ণ বিয়ে।

বরযাত্রায় ছিলেন ছয় মন্ত্রী, এমপিসহ ৭০০ বরযাত্রীর বিশাল গাড়িবহর। পরে সময়ে ঢাকায় হয় বিবাহোত্তর সংবর্ধনা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর