সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৭ জেলে উদ্ধার

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৭ জেলে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)-৮ এর সদস্যরা। সোমবার গভীর রাতে মালঞ্চ নদী সংলগ্ন পীরখালি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে গত ১৩ মে দুপুরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন আড়েরদুনে খালে কাঁকড়া শিকারের সময় বনদস্যু কাজল বাহীনির সদস্যরা তাদের অপহরণ করে।

উদ্ধার জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মোন্তেজ খাঁর ছেলে রাশেদুল ইসলাম খাঁ (২৮), একই ইউনিয়নের মথুরাপুর গ্রামের দেবেন সানার ছেলে বিশ্বনাথ সানা (২৭), একই গ্রামের মনোরঞ্জন ওরফে মনু মন্ডলের ছেলে বিষ্ণু মন্ডল (২২), সুধীর কুমার সরকারের ছেলে জয়দেব সরকার (৩৫), ফকির মন্ডলের ছেলে পরিতোষ মন্ডল (৩৩), জেহের আলী গাজীর ছেলে মাছুম বিল্লা গাজী (২৩) ও দক্ষিণ কদমতলা সাধুপাড়া এলাকার ফনিন্দ্র নাথ মন্ডলের ছেলে রমেশ মন্ডল (২০)।


 
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সজিব বিষয়টি নিশ্চিত করে জানান, এএসপি মুকুর এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা সোমবার গভীর রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী সংলগ্ন পীরখালি এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু কাজল বাহিনীর আস্তানা থেকে অপহৃত ওই সাতজেলেকে উদ্ধার করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, বনদস্যু কাজল বাহিনীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/জুঁই/তৌহিদ)

সম্পর্কিত খবর