আটকের ভয়ে পালাতে গিয়ে উল্টে গেল কার

আটকের ভয়ে পালাতে গিয়ে উল্টে গেল কার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজশাহীতে দুর্ঘটনা কবলিত এক প্রাইভেটকার থেকে ২৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। আজ (১৫ মে) সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিমানবন্দর এলাকা থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

এসময় প্রাইভেটকারের ৩ আরোহীকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- নগরীর নতুন ফুদকিপাড়া এলাকার আজিজুল হকের ছেলে হাসিবুল হক (৩৫), গোপালগঞ্জের মাঝিপাড়া পুলিশ লাইন এলাকার কালাম উদ্দীনের ছেলে রহমত আলী (২২) ও পিরোজপুরের মৃত আলাউদ্দীনের ছেলে হৃদয় মিয়া (২১)।

নগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক শামিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ওই মামলায় দুপুরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে নেয়া হয়েছে।

news24bd.tv

ওসি রাজিবুল আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহাসড়কে তল্লাশি অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ চেকপোস্ট দেখে পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে ওই প্রাইভেটকারটি।

পরে তাতে তল্লাশি চালিয়ে ২৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় প্রাইভেটকারে থাকা ওই তিনজনকে। জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেন তারা।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর