রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএসএইড প্রশাসক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউএসএইড প্রশাসক

ইসমত আরা ইসু • কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে সহিংসতায় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য এখন পর্যন্ত ৪৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (ইউএসএইড), যা বাংলাদেশি মুদ্রায় ৩৭৩ কোটি ২৬ লাখ ৫০ হাজার টাকার কাছাকাছি।  

আজ বিকেলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে ইউএসএইড প্রশাসক মার্ক গ্রীন এ কথা জানান।  

গ্রীন বলেন, গেল বছরের ২৫ আগষ্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে ৪৪ মিলিয়ন ডলার সহায়তা দেয়া হয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

 

মঙ্গলবার রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মার্ক গ্রীন কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে যান। সেখানে রেহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি। এছাড়াও রোহিঙ্গাদের নানা ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন মার্ক গ্রীন। এসময় তার সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট উপস্থিত ছিলেন।



ইসু/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর