ইন্দোনেশিয়ার পুলিশ সদর দপ্তরে ফের হামলা, নিহত ৪

ইন্দোনেশিয়ার পুলিশ সদর দপ্তরে ফের হামলা, নিহত ৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইন্দোনেশিয়ার পুলিশ সদর দপ্তরে আবারও হামলার ঘটনা ঘটেছে। আজ রিয়াও পুলিশ সদর দপ্তরে সামুরাই তরবারি নিয়ে হামলা চালিয়েছে অজ্ঞাত কয়েকজন। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে হামলা চালানো হয়।  এ ঘটনায় নিহত হয়েছে ৪ জন।

  

সুমাত্তার পেকানবারু পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়।  

ন্যাশনাল পুলিশের মুখপাত্র সেটিও ওয়াসিসতো এক বিবৃতিতে জানান, গাড়িতে করে পুলিশ সদর দপ্তর প্রাঙ্গণে প্রবেশ করে হামলাকারীরা। এরপরেই তারা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

এই ঘটনায় এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে পেকানবারু পুলিশ স্টেশনে রাখা হয়েছে। পুলিশের অপর এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদর দপ্তরে অবস্থানরত এক সাংবাদিকও আহত হয়েছেন।

news24bd.tv

পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের একজনের শরীরে একটি বিস্ফোরক বেল্ট বাধা ছিল বলে সন্দেহ করা হচ্ছে।  

রিয়াও পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তারা হামলাকারীদের পরিচয় জানতে পারেননি। কোন উদ্দেশে তারা এই হামলা চালিয়েছে সেটাও নিশ্চিত নয় বলে জানানো হয়েছে।

এর আগে গেল সোমবার (১৪ মে) ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরে পুলিশের সদর দপ্তরে এক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়।  

এর মাত্র একদিন আগেই তিনটি গির্জায় আত্মঘাতী হামলা চালানো হয়। একই পরিবারের সদস্যরা তিনটি গির্জায় হামলা চালায়।  

সুরাবায়ার পুলিশ সদর দপ্তর এবং তিন গির্জায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস, চ্যানেল নিউজ এশিয়া, সিএনএন

অরিন/নিউজ টোয়েন্টিফোর