আইয়ুব বাচ্চুর গানের সুর নকল করে পাকিস্তানি বিজ্ঞাপন!

আইয়ুব বাচ্চুর গানের সুর নকল করে পাকিস্তানি বিজ্ঞাপন!

আইয়ুব বাচ্চুর গানের সুর নকল করে পাকিস্তানি বিজ্ঞাপন!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর অন্যতম জনপ্রিয় গান 'সেই তুমি'। পাকিস্তানি পোশাক ব্রান্ড 'ক্রস স্টিচ'এর নতুন একটি বিজ্ঞাপনে গানটির সুর আবহসঙ্গীত হিসেবে হুবুহু তুলে দেয়া হয়েছে। ঈদ উপলক্ষ্যে নতুন পোশাক নিয়ে আসছে ব্রান্ডটি। পোশাকের বিজ্ঞাপনে নজর কাড়তে পাকিস্তানের পূর্বাঞ্চলের সৌন্দর্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপনটি প্রচার করছে পাকিস্তানি অনলাইন টেলিভিশন বিজম্যাক্স টিভি। তবে বাংলাদেশি শিল্পীর গানের সুরের ব্যবহার করলেও বিজ্ঞাপনে তার কোনো উল্লেখ ছিল না। এমনকি এ বিষয়ে গানের শিল্পী আইয়ুব বাচ্চুরও কোনো অনুমতি নেয়া হয়নি। এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান যথাযথ পদক্ষেপ না নিলেও এলআরবি’র প্রধান এ শিল্পী আইনি ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছেন।

ইউটিউবে গানের বাঁশির ভার্সনটি প্রকাশ করা হয় ২০১৬ সালের ৫ জুলাই। বাজিয়েছিলেন রাকিবুল ইসলাম রনি। তিনিও এর প্রতিবাদ জানিয়েছেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গণমাধ্যমকে বলেছেন, বিষয়টি অন্যায়। শিল্পী এ বিষয়ে ব্যবস্থা নিলে আমরা কূটনৈতিকভাবে তাকে সহায়তা করব।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর