মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা (ফাইল ছবি)

মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রোহিঙ্গা নিধনের প্রতিবাদে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মালদ্বীপ। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দ্বীপ দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে চলমান নৃশংসতার অবসানে মিয়ানমার সরকার যত দিন পদক্ষেপ না নিচ্ছে, তত দিন তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ থাকবে। ’

এদিকে, মালদ্বীপ এমন সময় এ ঘোষণা দিল যখন ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলো মিয়ানমার সরকারকে রোহিঙ্গা নিধন বন্ধে চাপ সৃষ্টি করছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মুরসুদিকে নেইপিদো পাঠিয়েছেন, যেন তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে মিয়ানমার সরকারকে চাপ সৃষ্টি করেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে ২৫ আগস্ট শুরু হওয়া সহিংসতায় ৪ শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে শত শত বসতবাড়ি।

সূত্র: আলজাজিরা অনলাইন

সম্পর্কিত খবর