দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা বড় সমস্যা: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা বড় সমস্যা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে জরুরি বিষয় সমন্বয় করা। তবে সেটাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আজ (১৬ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম সেশনে অর্থমন্ত্রী এ কথা বলেন।  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ডিসঅ্যাবিলিটি ইনটেনসিভ ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট শীর্ষক এ সম্মেলন মঙ্গলবার শুরু হয়।

যা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

অর্থমন্ত্রী বলেন, সচেতনায় দুর্যোগকালীন ঝুঁকি কমিয়ে আনতে পারে। আগাম প্রস্তুতির কারণে এখন ক্ষয়ক্ষতি কমেছে। ৭০-৮০ দশকে দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

মুহিত বলেন, চলতি বাজেটে দুর্যোগ ও প্রতিবন্ধীদের গুরুত্ব দেয়া হয়েছে। এখন প্রয়োজন সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগের মধ্যে সমন্বয় করা।

অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে এ সেশনে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ইতালির সংস্থা ডিজাবিলিটি অ্যান্ড হিউমিনিটারির জ্যেষ্ঠ উপদেষ্টা মাইকেল ফালাভিগনা।

এ সময় বলা হয়, দুর্যোগে সবাই ক্ষতিগ্রস্থ হয়। তবে সবচেয়ে বেকায়দায় পড়ে প্রতিবন্ধীরা।

মাইকেল ফালাভিগনা বলেন, বিশ্বকে নতুন দুর্যোগের মুখোমুখি করছে মানুষ। রোহিঙ্গা সঙ্কট ও সিরিয়ার গৃহযুদ্ধ মানুষকে নতুন ধরনের দুর্যোগের মুখোমুখি করেছে। যা বিশ্ব পরিবেশে বড় ধরনের নেতিবাচক আঘাত। এতো বিশাল শরণার্থী লাখ লাখ মানুষকে দুর্যোগের মুখে ঠেলে দিয়েছে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর