‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক হারাম’

লেবাননের মুফতি শেইখ রাশিদ কাব্বানি।

‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক হারাম’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হারাম বলে দাবি করেছেন লেবাননের প্রভাবশালী মুফতি শেইখ রাশিদ কাব্বানি। তিনি বলেছেন, কোনো মুসলমানেরই উচিত নয় ইসরাইলের সঙ্গে আপোশ করা। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

ফিলিস্তিন হচ্ছে মুসলিম ভূখণ্ড উল্লেখ করে তিনি বলেছেন, মুসলমানদের এই ভূখণ্ডকে ইহুদিবাদীরা ১৯৪৮ সালে দখলে নিয়েছে।

ফিলিস্তিনকে মুক্ত করা ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের সব মুসলমানের জন্য ফরজ। এক বিঘত ভূমির বিষয়েও আপোশ করা যাবে না। এ জন্য সব মুসলিম দেশকে এগিয়ে আসতে হবে।

মুফতি কাব্বানি বলেন, ফিলিস্তিন ও পবিত্র স্থানগুলো মুক্ত করার জন্য সবার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তাছাড়া তারা আরও হামলা চালাবে।

এদিকে, লেবাননের সিডন অঞ্চলের জুমার নামাজের ইমাম শেইখ আফিফ নাবলুসি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। আমেরিকা যত চেষ্টাই চালাক না কেন ফিলিস্তিন ইস্যুকে মুসলমানদের মন থেকে মুছে ফেলতে পারবে না।  

উল্লেখ্য, গত সোমবার সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে মার্কিন সরকার তেল আবিব থেকে দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করেছে। এর প্রতিবাদে সেদিন গাজার মানুষ ব্যাপক বিক্ষোভে করে। এ সময় ইসরাইলি সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত ও অন্তত তিন হাজার ব্যক্তি আহত হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর