স্মিথ-ওয়ার্নার জুটিতে তাইজুলের আঘাত

স্মিথ-ওয়ার্নার জুটিতে তাইজুলের আঘাত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দ্বিতীয় টেস্টে শুরুতে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩০৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে টাইগাররা। বল হাতে শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং শিবিরে আঘাত হানে। দলীয় মাত্র ৫ রানে ম্যাট রেনশকে বিদায় জানিয়ে অসিদের ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে মুস্তাফিজ।

তবে চাপ সামলে নেন স্মিথ-ওয়ার্নার জুটি। এরই মাঝে অর্ধ-শতক তুলে নেন অধিনায়ক স্মিথ। তবে এই জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই অসি শিবিরে হানা দেন তাইজুল। ৫৪ রানে প্যাভিলিয়নে ফেরান স্মিথকে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান। ওয়ার্নার ৩৫ ও পিটার হ্যান্ডসকম্ব শূন্য রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের করা ৩০৫ রানকে সামনে রেখে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই ম্যাট রেনশকে বিদায় জানান মুস্তাফিজ। দুর্দান্ত এক ডেলিভারিতে অধিনায়ক মুশফিকের তালুবন্দী হন তিনি। ৭ বলে ৪ রান করে বিদায় নেন তিনি।

এর আগে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। অস্ট্রেলিয়ার স্পিন দাপটে মুশফিকের পর ফিরে গেছেন নাসির, মিরাজ ও তাইজুল।  

দ্বিতীয় দিনের শুরুতেই টাইগার শিবিরে নাথান লায়নের আঘাত। অধিনায়ক মুশফিকুর রহিমকে ৬৪ রানে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর অনেকটা দেখেশুনেই খেলা শুরু করেন নাসির ও মিরাজ। তবে ব্যক্তিগত ৪৫ রানে অ্যাশটন অ্যাগার ঘর্ণিতে ম্যাথু ওয়েডের তালুবন্দী হন নাসির। এরপর স্কোর বোর্ডে ৩ রান যোগ করতেই ব্যক্তিগত ১১ রানে ওয়ার্নারের সরাসরি ছোড়া বলে রানআউট হন মিরাজ। পরে ব্যক্তিগত ৭ রানে লায়নের বলে স্মিথের তালুবন্দী হন তাইজুল। আর তাতেই বাংলাদেশের ইনিংস থেমে যায় ৩০৫ রানে।

দ্বিতীয় দিনে ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ।

সম্পর্কিত খবর