‘তাইওয়ানের স্বাধীনতা বরদাস্ত করবে না চীন’

‘তাইওয়ানের স্বাধীনতা বরদাস্ত করবে না চীন’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তাইওয়ানকে মার্কিন অস্ত্রে সজ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন চীন সরকারের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র এন ফেংশান। তিনি বলেছেন, বেইজিং কখনোই তাইওয়ানকে বিচ্ছিন্ন হতে দেবে না।

শত্রুদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন, চীনের যুদ্ধ-সক্ষমতা বাড়াতে তাইওয়ান প্রণালীতে বিশাল মহড়ার আয়োজন করা হয়েছে। সেখানে বোমারু বিমানসহ বিভিন্ন ধরণের বিমান অংশ নিচ্ছে।

গত শুক্রবার থেকেই সেখানে মহড়া চলছে বলে তিনি জানান।

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার তৎপরতা বন্ধ করতে সেখানকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাইওয়ানকে চীন থেকে আলাদা করার জন্য স্বাধীনতাকামীরা যে চেষ্টা চালাচ্ছে তা সফল হবে না।  

চীন মনে করে তাইওয়ান সেদেশেরই অংশ। এটি চীন থেকে বেরিয়ে যাওয়া একটি প্রদেশ।

তাইওয়ানেরও অনেকেই নিজেদেরকে চীনের অংশ বলে মনে করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর