দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহর উদ্বোধন

দিনাজপুরে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহর উদ্বোধন

ফখরুল হাসান পলাশ • দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ (১৬ মে) সকালে দিনাজপুর শহরের কাচারী রেলগেট সংলগ্ন সিএসডি গোডাউনে মিলারের নিকট বোরো চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদ হুইপ ইকবালুর রহিম এমপি।  

এছাড়াও জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুর জামান, সিএসডি গোডাউনের ব্যবস্থাপক মাহামুদ হাসান, চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুলসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবার বোরো মৌসুমে দিনাজপুরের ১৩টি উপজেলায় মোট  ৯২হাজার মেট্রিক টন চাল সরকারিভাবে বিভিন্ন মিলারের কাছে সংগ্রহ করা হবে।

 

মূল্য নির্ধারণ করা হয়েছ- প্রতি কেজি সিদ্ধ চাল ৩৮ টাকা ও আতব চাল ৩৭ টাকা। সরকারিভাবে বোরো মৌসুমের চাল আগষ্ট মাসের ৩১ তারিখ পর্যন্ত সংগ্রহ করা হবে।  জেলায় মোট ২২শ চালের মিলার থাকলেও আগামী ২৩মে তারিখের মধ্যে কত জন মিলারের কাছে চাল নেয়া হবে তা নির্ধারণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ।  

পলাশ/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর