নিউইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিউইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকচক্র সপরিবারে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুর দুই কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান।  

বঙ্গবন্ধুকে হত্যার পর তারা দুই বোন দীর্ঘদিন দেশে আসতে পারেননি।

ফলে ভারতে নির্বাসিত জীবন যাপনে বাধ্য হন।  

অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরার জন্যে সর্বস্তরের নেতা-কর্মীর চাওয়ায় ১৯৮১ সালে ১৭ মে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এজন্যে এই দিনকে সুদূর প্রবাসেও ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে।  

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মো. আব্দুল মান্নান এমপি।

 

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান এমপি বলেন, ‌‘জাতির জনক বঙ্গবন্ধুর রক্তে রঞ্জিত বাংলায় সারা দেশের গ্রাম-গঞ্জ-শহর-নগর-বন্দর হতে লক্ষ লক্ষ অধিকার বঞ্চিত মুক্তিকামী জনতা সেদিন ছুটে এসেছিল রাজধানী ঢাকায়। স্বাধীনতার অমর স্লোগান ‘জয় বাংলা’ ধ্বনিতে প্রকম্পিত হয়েছিল ঢাকার আকাশ-বাতাস। জনতার কণ্ঠে বজ্রনিনাদে ঘোষিত হয়েছিল ‘হাসিনা তোমায় কথা দিলাম পিতৃ হত্যার বদলা নেব’।  

এমপি মান্নান আরও বলেন ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ধ্বনিতে মুখরিত হয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি। বস্তুত, ১৭ মে পুনর্বার প্রমাণিত হয়েছিল, ‘মুজিব বাংলার, বাংলা মুজিবের’। লক্ষ লক্ষ জনতার প্রাণঢালা উষ্ণ সম্ভাষণ এবং গোটা জাতির স্নেহাশীষ ও ভালবাসার ডালা মাথায় নিয়ে প্রিয় স্বদেশ ভূমিতে ফিরে এসেছিলেন জনতার আশীর্বাদ-ধন্যা নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শেখ হাসিনা। ’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলে দেশে গণ-জাগরণের ঢেউ জাগল, গুণগত পরিবর্তন সূচিত হলো আন্দোলনের, রাজনীতির, গণসম্পৃক্ততা বৃদ্ধি পেল সংগঠনের। দেশবাসী পেল নতুন আলোর দিশা। ’

সিদ্দিকুর রহমান  বলেন, ‘এখন আর স্বপ্ন নয়, আজ সবকিছু সত্য-বাস্তব। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রচেষ্টায় মহাকাশে ডানা মেললো বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। ’

সভায় নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সহ-সভাপতি মাহাবুর রহমান, লুৎফুল করিম, জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নির্বাহী সদস্য শাহানারা রহমান, আব্দুল  হামিদ, জহিরুল ইসলাম, নান্টু মিয়া, আনিসুল হক, স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, মুনির হোসেন, শিপলু আহমেদ,শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, ছাত্রলীগ নেতা জসীম উদ্দিন, হেলাল মিয়া, পেলসেলভেনিয়া আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের, লুতফুর রহমান হীমু, রীজু আহমেদ প্রমুখ।  

সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর