খুলনার সবজি বাজারে উত্তাপ

খুলনার সবজি বাজারে উত্তাপ

সামছুজ্জামান শাহীন • খুলনা

রোজার শুরুতেই খুলনায় কাঁচা মরিচ, বেগুন, শসাসহ সবজির বাজার বেসামাল হয়ে উঠছে। পাইকারি ও খুচরা বাজারে কয়েক দফায় দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বেড়েছে সব রকমের মাছের দাম। এতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা।

       

জানা যায়, খুলনার বাজারে বর্তমানে ৫০ টাকার নিচে কোন সবজি মিলছে না। বিশেষ করে ইফতারি তৈরিতে ব্যবহৃত সবজির দাম অত্যধিক। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল-পেঁপে-ঝিঙে ও কুশি ৫০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, টমেটো ৬০ থেকে ৮০ টাকা, শসা ৬০ টাকা, দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, দু’দিন আগেও এসব পণ্য ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে।

কিন্তু বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় সঙ্কটের কারণে পাইকারি বাজারে দাম বাড়ানো হয়েছে।  

খুলনা নিউ মার্কেটে সবজি কিনতে আসা ফয়জুর রহমান জানান, প্রতিবছর রোজার মাস এলেই পণ্যের দাম বেড়ে যায়। দফায় দফায় বাজারদর মনিটরিং করলে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো।  

খুলনা জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার জানান, এরই মধ্যে বাজারদর নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগে তিনটি মনিটরিং কমিটি করা হয়েছে।  

তিনি বলেন, চাহিদা বেশি থাকায় কাঁচা মরিচ, বেগুন, শসা ও মাছের দাম কিছুটা বেশি। তবে পেঁয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে।  

শাহীন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর