শ্রীদেবীর মৃত্যুতে সাবেক পুলিশ কর্তার মন্তব্য ঘিরে তোলপাড়

শ্রীদেবীI ফাইল ছবি

শ্রীদেবীর মৃত্যুতে সাবেক পুলিশ কর্তার মন্তব্য ঘিরে তোলপাড়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বলিউড কুইন শ্রীদেবীর কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল- এই প্রশ্ন এখনো ভক্তদের মনে উকি দেয়। মাত্র ৫৪ বছর বয়সে হঠাৎ করে নায়িকার এমন মৃত্যু যেন মেনে নিতে পারেনি কেউ। ৫.৭ ইঞ্চি উচ্চতার শ্রীদেবী ৫.১ ইঞ্চি লম্বা বাথটাবে 'দুর্ঘটনাবশত' ডুবে গিয়ে মারা গেছেন তা আজও অনেকে মানতে রাজি নন। অনেকেই মনে করছেন তাকে হত্যা করা হয়েছে।

 

সে গুঞ্জনের পালে সম্প্রতি হাওয়া দিয়েছে ভারতের সাবেক সহকারী পুলিশ কমিশনার বেদ ভূষণের বক্তব্য। তিনি নিজে একটি প্রাইভেট তদন্ত সংস্থা পরিচালনা করেন। তাকে উদ্ধৃত করে ফ্রি প্রেস জার্নাল প্রতিবেদন ছাপিয়েছে, শ্রীদেবী মৃতুটা দুর্ঘটনা নয়, এটাকে পরিকল্পিত খুনের মতোই মনে হয়।

বেদ ভূষণ বলেন, 'এটা খুবই সহজ কাউকে বাথটাবে জোর করে ডুবিয়ে মারা।

এতে কোনো প্রমাণও থাকে না। সে দিক দিয়েই এ ঘটনাকে পরিকল্পিত খুন মনে হয়। ' 

চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে ভাগ্নে মোহিত মারওয়ার বিয়েতে গিয়ে মৃত্যু হয় বলিউডের নন্দিত অভিনেত্রী শ্রীদেবীর। আজও তার মৃত্যু যেন রহস্যই থেকে গেছে। বিয়ের অনুষ্ঠানেও যে শ্রীদেবীকে স্বাভাবিক দেখা গেছে, সেই শ্রীদেবী হোটেলের বাথট্যাবে ডুবে মারা গেলেন- বিষয়টা আজও মানতে নারাজ নায়িকার কোটি ভক্ত। সূত্র: ডেকান ক্রনিকল

সম্পর্কিত খবর