চুরির অপবাদ সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতীকী ছবি

চুরির অপবাদ সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

চুরির অপবাদ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল সাতক্ষীরার ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী মিনারা খাতুন। শনিবার বিকালে সাতক্ষীরা শহরের উপকন্ঠে আলিয়া মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, ১৩ বছর বয়সের স্কুলছাত্রী মিনারা খাতুনের পিতা-মাতার বিবাহ বিচ্ছেদ হয়। পরে তার বাবা অন্যত্র বিয়ে করে।

আর মা নাছরিন আক্তার মেয়ে মিনারাকে নানী আয়েশা খাতুনের কাছে রেখে বিদেশ চলে যান। এরপর থেকে স্কুলছাত্রী মিনারা তার নানির বাড়ি পুরাতন সাতক্ষীরা গ্রামে মানুষ হতে থাকে।

শনিবার সকালে তার নানির সাড়ে তিন হাজার টাকা হারিয়ে যায়। ওই টাকা খুঁজে না পেয়ে মিনারা টাকা চুরি করেছে বলে অপবাদ দিয়ে মারপিট করে নানি আয়েশা খাতুন।

মিনারা এ অপবাদ সইতে না পেরে বিকালে লোকচক্ষুর অন্তরালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম জানান, নানির দেওয়া অপবাদ সইতে না পেরে মিনারা আত্মহত্যা করেছে।  

সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/জুঁই/তৌহিদ)
 

সম্পর্কিত খবর