রোজা মাকরূহ হওয়ার কারণ

রোজা মাকরূহ হওয়ার কারণ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রোজা অবস্থায় যেসব কাজ করলে রোজা মাকরূহ হয়ে যায়:

১। মিথ্যা বলা, চোগলখোরী করা, কুদৃষ্টি দেওয়া, গালিগালাজ করা, শরিয়তের অনুমতি ব্যতীত কাউকে কষ্ট দেওয়া ইত্যাদি কাজ এমনিতেই ইসলামে হারাম (কঠোরভাবে নিষিদ্ধ) করা হয়েছে। আর এসব কাজ যদি কেউ রোজা রেখে করেন তাহলে রোজা মাকরূহ হবে।

২।

অযুর সময় গড়গড়া করে কুলি করা, জোড় দিয়ে নাকে পানি টানা। এতে গলা বা নাক দিয়ে ভেতরে পানি প্রবেশ করার সম্ভাবনা থেকে যায়।

৩। বিনা প্রয়োজনে খাদ্যের স্বাদ দেখা।

তবে প্রয়োজন হলে দেখতে পারে। যেমন ধরুন কোনো নারীর স্বামী যদি বদমেজাজি হয়। অর্থৎ তরিতরকারিতে লবন কম-বেশি হলে রাগ করবে তাহলে এ কারণে রোজাদার স্বাদ গ্রহণ করতে পারবে। মাকরূহ হবে না।

৪। থুথু কফ মুখে জমিয়ে গিলে ফেলা। অল্প অল্প থুথু গিলে ফেললে কোনো অসুবিধা নেই।

৫। যৌন অনুভূতি নিয়ে স্ত্রীকে চুম্বন ও আলিঙ্গন করা, বার বার তার দিকে তাকানো, বার বার সহবাসের কল্পনা করা। কারণ এসব কার্যক্রমে বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর