সৌদি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

সৌদি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। সৌদি আরবের বর্বর বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, সোমবার আনসারুল্লাহ যোদ্ধারা বাদ্‌র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জিজান বিমানন্দরে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রটি সফলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

তবে সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করেছে। সে কারণে ইয়েমেনের হামলা সফল হয়নি।

উল্লেখ্য, গত কয়েক মাসে ইয়েমেনি যোদ্ধারা সৌদি আরবকে লক্ষ্য করে বহুসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে সৌদি আরব এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে আসছে।

এজন্য তারা মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে।

কিন্তু বহু খবরে বলা হয়েছে, পেট্রিয়ট ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হচ্ছে। গত মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে- ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে পেট্রিয়ট।

সম্পর্কিত খবর