আরও ৩ দিন ইন্টারনেটে ধীরগতি

প্রতীকী ছবি

সাবমেরিন ক্যাবল সংস্কার

আরও ৩ দিন ইন্টারনেটে ধীরগতি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেশে ধীরগতিতে চলছে ইন্টারনেট সেবা। গত শুক্রবার থেকেই দেশের বেশকিছু এলাকায় ইন্টারনেটের সেবা বিঘ্নিত হতে দেখা যায়। এটি চলবে আরও ৩ দিন।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাবমেরিন ক্যাবলের ভারতের চেন্নাই অংশে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ কারণে শুক্রবার থেকে দেশে ডেটা সার্ভিস বিঘ্নিত হচ্ছে। আগামী ২৪ মে পর্যন্ত এই অবস্থা চলবে।

এ সময়ে সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশের সব সার্কিট বন্ধ থাকবে।

সার্কিট বন্ধ থাকার কারণেই ইন্টারনেট সেবায় ধীরগতির সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের।

বিএসসিসিএল সূত্রে জানা গেছে, ইন্টারনেট নির্বিঘ্ন রাখতে এরই মধ্যে বিকল্প উপায়ে ব্যান্ডউইথের ব্যবস্থা করা হয়েছে। এর পরও কিছু সময়ের জন্য ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর