ত্রিপুরায় ভয়াবহ বন্যা, পানির নিচে ৩ হাজার ঘর-বাড়ি

ত্রিপুরায় ভয়াবহ বন্যা, পানির নিচে ৩ হাজার ঘর-বাড়ি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে গেল চার দিনের টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও মাটি ধসে ৬ জন মারা গেছে। এছাড়া কমপক্ষে ৩ হাজার বাড়ি-ঘর পানির নিচে তলিয়ে গেছে। এমনকি রাজ্যের রাজধানী আগরতলার অনেক এলাকাও জলমগ্ন হয়ে আছে। রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া ৩ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজ্যের কর্মকর্তারা জানান, ত্রিপুরার প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় তুমুল বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বন্যায় নিচু এলাকাগুলো সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আটকে পড়া লোকজনকে সরিয়ে আনা হয়েছে।

বন্যায় অাসাম-আগরতলা ন্যাশনাল হাইওয়ের একটি অংশও তলিয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রাজ্যের বিভিন্ন স্থানে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন স্থানে কাদা ধসে এ পর্যন্ত ৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাদের ৩ জন একই পরিবারের।

news24bd.tv

নিম্ন ভূমির কমপক্ষে ৩ হাজার পরিবারকে অস্থায়ী আশ্রয় শিবিরে সরিয়ে আনা হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সংস্থা একযোগে কাজ করছে।

রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক সম্মেলনে যোগ দিতে বর্তমানে আসামের গুয়াহাটিতে রয়েছেন। তার অনুপস্থিতে সরকারি কাজকর্ম দেখভাল করছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

সূত্র: দ্য হিন্দু

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর