‘নেতৃত্ব ছেড়েছিলাম, একাদশ নয়’

‘নেতৃত্ব ছেড়েছিলাম, একাদশ নয়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চলতি আইপিএলের মাঝপথেই নেতৃত্ব ছেড়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর। তার জায়গায় দলের নেতৃত্বভার নেন শ্রেয়ার আয়ার। তখন জানা গিয়েছিল, দিল্লির অধিনায়কত্ব নিজ থেকেই ছেড়ে দিয়েছিলেন গম্ভীর এবং নিজেই নিজেকে একাদশ থেকে বাইরে রেখেছিলেন।  কিন্তু আইপিএলের প্লে অফে উঠতে ব্যর্থ দিল্লির সাবেক এই দলনেতা জানালেন ভিন্ন কথা।

৮ দলের আইপিএলে এবার দিল্লি তলানির দল হিসেবেই বিদায় নেয়। নিজেদের শেষ তিন ম্যাচের দু’টিতে জিতলেও তাদের সংগ্রহ ছিল সবচেয়ে কম, মাত্র ১০ পয়েন্ট। ১৪ ম্যাচ খেলে ভারতের রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি মাত্র ৫ ম্যাচ জিতেছে।

১৪ ম্যাচের ৬টি খেলেছেন গম্ভীর।

নিজের প্রথম ম্যাচেই করেছিলেন ৫৫ রান। পরের ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি। আর নিজের শেষ চার ম্যাচে করেছিলেন যথাক্রমে ১৫, ৮, ৩ এবং ৪ রান। ৫ ইনিংসে ব্যাট করে মোট ৮৫ রান করেছিলেন যেখানে তার স্ট্রাইকরেট ছিল ৯৬.৫৯।

দলের কোচ রিকি পন্টিং এবং নতুন অধিনায়ক শ্রেয়াস আয়ার তখন জানিয়েছিলেন, গম্ভীর নাকি নিজে থেকেই দলপতির দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন। তার সিদ্ধান্ত মেনে নেওয়া হলে টিম ম্যানেজমেন্টের কাছে কোনো পারিশ্রমিক ছাড়াই খেলতে চাওয়ার কথা জানান। এছাড়া নিজের বাজে ফর্মের কথা জানিয়ে নিজেকেই একাদশে না রাখার অনুরোধও করেন। তাতে টিম ম্যানেজমেন্ট দ্বিধায় পড়ে গম্ভীরের খেলা না খেলা নিয়ে।

এদিকে, গম্ভীর এতোদিন মুখে কুলুপ এটে থাকলেও এবার মুখ খুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘আমি নিজে থেকেই দলপতির দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। এটা সত্যি যে আমার ওপর চাপ বেশি পড়ছিল। দল একটার পর একটা ম্যাচ হেরে যাচ্ছিল। তাই নিজের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াই। কিন্তু নিজেকে একাদশ থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত আমি জানাইনি। ’

কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গম্ভীর যোগ করেন, ‘আমি অধিনায়কত্ব ছাড়ার পর প্রতি ম্যাচের আগেই খেলার জন্য প্রস্তুতি নিয়ে রাখতাম। কিন্তু আমাকে একাদশে রাখা হতো না। যদি আইপিএলের মাঝে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের কথা বুঝতে পারতাম, তাহলে তখনই ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে দিতাম। আমার এখনও অনেক ক্রিকেট খেলার বাকি আছে। আমি এখনও অনেক কিছু ক্রিকেটকে দিতে পারবো। ’

তাহলে কি আর আইপিএলের কোনো আসরে খেলবেন না গম্ভীর-এমন প্রশ্নে তিনি জানান, ‘না এমনটা নয়। আমি এখনই ক্রিকেটকে বিদায় বলছি না। পরের আইপিএল খেলবো যদি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করতে পারি। খুব বেশি দূরে তো নয়, একটা বছর পরই আরেকটা আইপিএল মৌসুম শুরু হবে। তাই আপাতত ঘরোয়া ক্রিকেটেই মনোনিবেশ করবো। ’

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর