ফেনীতে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

ম্যাপ

ফেনীতে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

ফেনী প্রতিনিধি

ফেনীর দাউদপুর এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্ধুকযুদ্ধে মো. ফারুক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, ১০টি কার্তুজ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। জব্দ করা হয় মাদক বহনকারী প্রাইভেট কারটিও । মঙ্গলবার রাতে ঢাকা চট্রগ্রাম পুরাতন মহাসড়কের দাউদপুর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দাউদপুর এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কার তল্লাশি করতে গেলে গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব গাড়িটিকে ধাওয়া করে। এ সময় গাড়িতে থাকা মাদক ব্যাবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে এক পর্যায়ে র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে প্রাইভেটকারে থাকা মাদক ব্যাবসায়ী ফারুক গুলিবিদ্ধ হয়।

গাড়িতে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফারুক চট্রগ্রামের চন্দনাইশ এলাকার অলি আহম্মদের ছেলে। তার নামে বিভিন্ন থানায় মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সম্পর্কিত খবর