জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা বাতিল দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা বাতিল দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা বাতিল দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক জরিমানা বাতিল ও জরিমানা ছাড়া রেজিস্ট্রেশন বাতিল প্রদানের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে প্রতিবাদ সমাবেশ করে।
 
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী সুকান্ত দত্ত, অনার্স বর্ষের শিক্ষার্থী দ্বিপাল ভট্রাচার্য্য, আসাদ মণি, মলয় রায় প্রমুখ।

বক্তারা বলেন,গত ১৩ মে বিশ্ববিদ্যালয়ে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ রেজিস্ট্রেশন ফ্রি বাবত ৭শত টাকার পরিবর্তে ১০ হাজার টাকা জরিমানার বিধান করায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত অধিকাংশ শিক্ষার্থীরা নিম্ন আয়ের পরিবার থেকে এসেছে।   তাই রেজিস্ট্রেশন ফ্রি বাবত ৭শত টাকার পরিবর্তে ১০ হাজার টাকা জরিমানা বাতিল করার জোর দাবি জানান শিক্ষার্থীরা।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর