বোলারদের নৈপুণ্যে সিরিজ ড্র অস্ট্রেলিয়ার

বোলারদের নৈপুণ্যে সিরিজ ড্র অস্ট্রেলিয়ার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

মিরপুর টেস্টে হারের পর চট্টগ্রাম টেস্টে জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার শেষ টেস্টে বাংলাদেশের দেওয়া ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় অজিরা। তবে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও এদিন বাংলাদেশি বোলার তাদের নৈপুণ্য ঠিকই প্রদর্শন করেন।

দলীয় ৫০ রানের আগেই ফিরিয়ে দেন সফরকারীদের প্রথম সারির তিন ব্যাটসম্যানকে।  
অজিদের হয়ে রেনশ ২২ ও স্মিথ ১৬ রান করেন।

এছাড়া হ্যান্ডসকম ১৬ ও ম্যাক্সওয়েল ২৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ, সাকিব ও তাইজুল প্রত্যেকে একটি করে উইকেট নেন।

এর অাগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দিনের শুরুতেই পাঁচ উইকেট হারায় টাইগাররা।

ব্যর্থ হন সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাসির হোসেনও। বাংলাদেশে প্রথম পাঁচ ব্যাটসম্যানের স্কোর ছিল সৌম্য ৯, তামিম ১২, ইমরুল কায়েস ১৫, সাকিব ২ এবং নাসির ৫ রান।  

তবে শেষ দিকে সাব্বির (২৪), মুশফিক (৩১) ও মুমিনুলের (২৯) ব্যাটে অলআউট হওয়ার আগে ১৫৭ রান করে সফরকারীরা। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লিওন একাই নেন ৬ উইকেট।

সম্পর্কিত খবর