নাসিরের অস্ত্রোপচার অস্ট্রেলিয়ায়

নাসির হোসেন [ফাইল ছবি]

নাসিরের অস্ত্রোপচার অস্ট্রেলিয়ায়

ক্রীড়া প্রতিবেদক

উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনকে। আগামী ৫ জুন সিডনিতে তার অস্ত্রোপচারের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে।  

গেল মাসে ফুটবল খেলার সময় পায়ে চোট পান নাসির । স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

পুরোপুরি চোটমুক্ত হতে অস্ত্রোপচার করতে হবে। ফলে তাকে বাদ দিয়েই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

ইনজুরিতে মাঠের বাইরে রয়েছেন তাসকিন আহমেদও। মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে দীর্ঘদেহী এই পেসার লিখেছেন- ‘এমন ব্যাক পেইন যে বিছানা থেকে নামতে পারছি না।

গতকাল তাসকিন জানতে পারেন, তার মেরুদণ্ডের লোয়ার ডিক্সে জেল শুকিয়ে গেছে। অস্ত্রোপচার না লাগলেও ইঞ্জেকশন নিতে হবে।

তাসকিনের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানান, ‘তাসকিনের মেরুদণ্ডের লোয়ার ডিক্সের আমরা এমআরআই করিয়েছি। যা দেখলাম তাতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে বলে মনে হয় না। আবার ফিজিওথেরাপিতেও ভালো হচ্ছে না। যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি কাল (আজ) একটা ইঞ্জেকশন পুশ করব। আশা করি তার অবস্থার উন্নতি হবে। ’
 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর