মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (২৪ মে) বিকেল সোয়া পাঁচটার দিকে টেলিফোনে দুই রাষ্ট্রনেতার কথা হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

ফোনালাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে রামাল্লাহর ইস্তিশারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাহমুদ আব্বাস।

 

হাসপাতালের এক মুখপাত্র জেরুজালেম পোস্টকে জানান, তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রতিদিনই আগের চেয়ে ভালো বোধ করছেন তিনি।  

উল্লেখ্য, গেল মঙ্গলবার মাহমুদ আব্বাসের কানে অস্ত্রপচার করা হয়। চলতি সপ্তাহে অসুস্থতার কারণে তিন দফা হাসপাতালে ভর্তি হতে হয় তাকে।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর