রবীন্দ্রনাথের ওপর বাংলাদেশের অধিকারই বেশি: প্রধানমন্ত্রী

রবীন্দ্রনাথের ওপর বাংলাদেশের অধিকারই বেশি: প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ সারাবিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের প্রাণের কবি হলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর বাংলাদেশের মানুষের অধিকার একটু বেশি বলেই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর সব মানুষেরই কবি। কিন্তু তিনি তার অধিকাংশ কবিতা বাংলাদেশে বসে লিখেছেন। তাই আমার কাছে কখনও কখনও মনে হয়, রবীন্দ্রনাথের ওপর আমাদের অধিকার একটু বেশি।

আজ (২৫ মে) কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে এমনভাবে গড়ে তুলেছেন, যেন প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে প্রকৃতি থেকে জ্ঞান আহরণ করার সুযোগ থাকে। আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইনি। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো।

এই বিশ্ববিদ্যালয় থেকে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে। আমার সবসময় মনে হয়, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মার মিল রয়েছে। আমি সেভাবেই সবসময় চিন্তা করি। ’

শেখ হাসিনা বলেন, ‘আমি যখন ২০১০ সালে ভারত সফর করি, তখনই বিশ্বভারতীতে এই বাংলাদেশ ভবন নির্মাণের সিদ্ধান্ত নিই। এই বিশ্ববিদ্যালয়কে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে প্রকৃতির সঙ্গে একাত্ম করতে গড়ে তুলেছিলেন, বাংলাদেশ ভবনের নকশাতেও সেই একই ভাবনার প্রতিফলন রয়েছে। এই ভবনের নকশা এমনভাবে করা হয়েছে যেন এখানকার প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য থাকে। ’

প্রধানমন্ত্রী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অন্তরে মিশে আছেন। মানব মনের সব ধরনের অনুভূতি প্রকাশ করতে চাইলে আমরা তার কথাতেই প্রকাশ করে থাকি। ’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আন্দোলন-সংগ্রামে রবীন্দ্রনাথ থেকে অনুপ্রেরণা নিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাবা বেশিরভাগ সময়ই কারাগারে কাটিয়েছেন। ছোটবেলায় কমই পেয়েছি তাকে। তিনি সময় পেলেই তিনি বই পড়তেন, রবী ঠাকুরের কবিতা পড়তেন। স্টিমারে চড়ে ঢাকা থেকে টুঙ্গিপাড়া যেতে তখন ২০ থেকে ২২ ঘণ্টা লাগত। ওই সময় বাবা স্টিমারে বসে কবিতা আবৃত্তি করতেন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ’

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সবুজ কলি সেন উপস্থিত ছিলেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর