সালাহর সঙ্গে আমার কোনো মিল নেই: রোনালদো

সালাহর সঙ্গে আমার কোনো মিল নেই: রোনালদো

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ঘিরে চলছে উত্তেজনা। কে পাচ্ছে এবারের শিরোপা, তা দেখতে মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ আর লিভারপুল। রিয়ালে আছেন গ্রহের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিভারপুলে আছেন হালের অন্যতম সেরা স্ট্রাইকার মোহামেদ সালাহ।

দু’জনকে নিয়ে এখন তুলনা করছেন অনেক ফুটবলবোদ্ধা। তবে দু’জনকে এক দাঁড়িপাল্লায় মাপতে নারাজ রোনালদো।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করেছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। অন্যদিকে পর্তুগিজ যুবরাজ রোনালদোর ঝুলিতে আছে ৪৩টি গোল।

যে কারণে সালাহর সঙ্গে তুলনা চলছে রোনালদোর।

কিন্তু এ তুলনাকে একেবারেই অসম্ভব বলছেন সিআরসেভেন। সালাহর সঙ্গে তার অনেক পার্থক্য আছে বলে জানালেন রোনালদো।

বিটি স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মানুষ অন্য খেলোয়াড়দের সঙ্গে আমার তুলনা করতে চায়। কিন্তু আমি সবার থেকে আলাদা। সালাহও সবার চেয়ে আলাদা। তার মানে আমরা একে অন্যের চেয়ে আলাদা। ’

সালাহর শারীরিক উচ্চতা ১.৭৫ সেন্টিমিটার। অন্যদিকে রোনালদোর ১.৮৭ সেন্টিমিটার। তাই উচ্চতায় দিক থেকে সালাহর সঙ্গে ১২ সে.মি. (৫ ইঞ্চি) পার্থক্য আছে রোনালদোর। সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরেন রিয়াল প্রাণভোমরা।

পর্তুগিজ অধিনায়কের ভাষ্য, ‘সে (সালাহ) বামে খেলে, আমি খেলি ডানে। আমি লম্বা, সে আমার চেয়ে কিছুটা খাটো। আমি মাথা খাটিয়ে খেলি, সেটা জানেন… আমরা সম্পূর্ণ ভিন্ন। তবে আমি বলতে চাই, দারুণ এক মৌসুম কাটিয়েছে সে। কিন্তু শনিবার (চ্যাম্পিয়নস লিগ ফাইনালে) কী হবে, সেটা দেখতেই পারবেন। ’

ইউরোপিয়ান ফাইনালে এবার অভিষেক হচ্ছে সালাহর। বিপরীতে ফাইনালে রিয়াল মাদ্রিদ জয় পেলে প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচবার শিরোপা জিতবেন পর্তুগিজ স্ট্রাইকার, যা তাকে (রোনালদো) নিয়ে যাবে অনন্য উচ্চতায়, ‘এটি একটি বিশেষ প্রতিযোগিতা, ব্যক্তিগতভাবে আমার জন্য। আমি চ্যাম্পিয়নস লিগে খেলতে ভালোবাসি। এবারের শিরোপা দলের এবং আমার জন্য একটা স্বপ্নের মতো। এটা অবিশ্বাস্য হবে। লক্ষ্য এখন শনিবার রাতের ম্যাচের দিকে এবং চেষ্টা করবো কিভাবে  এই শিরোপা আরেকবার জেতা যায়। ’

সূত্র: বিটি স্পোর্ট

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর