নেত্রকোনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের ২য় ব্যাচের উদ্বোধন

নেত্রকোনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের ২য় ব্যাচের উদ্বোধন

সোহান আহমেদ কাকন • নেত্রকোনা প্রতিনিধি

“ফ্রিল্যান্সিং আর স্বপ্ন নয়, ফ্রিল্যান্সিং এখন বাস্তব”- এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ৫০ দিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণ কর্মসূচির ২য় ব্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (২৬ মে) সকালে ‘উই আর ফ্রিল্যান্সার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পৌর শহরের সাতাপাই আদর্শ শিশু বিদ্যালয় প্রাঙ্গনে বিনা খরচে ফ্রিল্যান্সিংয়ের ২য় ব্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।  

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আদর্শ শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম খান।

এ সময় প্রশিক্ষক সোহায়েব আহমেদের পরিচালনায় ফ্রিল্যান্সিং বিষয়ক আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী ফ্রিল্যান্সার প্রশিক্ষক শাহারিয়ার আমান সানি। এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী আরিফিন নাইম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপিতি মতিউর রহমান খান, চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, প্রবীণ চিকিৎসক আব্দুল হামিদ খানসহ অন্যান্যরা।  

বক্তারা বেকার যুব সমাজকে ফ্রিল্যান্সিং কার্যক্রমে সম্পৃক্ত হবার আহ্বান জানান।

সেই সাথে ফ্রি প্রশিক্ষণ ও প্রশিক্ষকদের মহৎ উদ্যোগকে স্বাগত জানান তারা।

সোহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর
 

সম্পর্কিত খবর