আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভের দোয়া

আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভের দোয়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পবিত্র মাহে রমজানে রহমতের দশকের ৯ম দিন আজ। রহমতের দশকের শেষ দিকে মহান আল্লাহ রব্বুল আলামীনের কাছে তার অফুরন্ত রহমত কামনা করা প্রত্যেক মুমিন রোজাদারের জন্য জরুরি।

কারণ যে বান্দার প্রতি আল্লাহ তা’আলার রহমত নাজিল হবে, সেই বান্দা সঠিক পথের সন্ধান পাবে। মাগফিরাত ও নাজাতের পথ তার জন্য সহজ হয়ে যাবে।

আল্লাহ তা’আলার রহমত লাভ করে সঠিক পথের সন্ধান লাভে একটি দোয়া তুলে ধরা হলো-

اَللَّهُمَّ اجْعَلْ لِىْ فِيْهِ نَصِيْبَا مِنْ رَحْمَتِكَ الْوَاسِعَةِ
وَاهْدِنىِ فِيْهِ لِبَرَاهِيْنِكَ السَّاطِعَةِ
وَ خُذْ بِنَاصِيَتِىْ اِلَى مَرْضَاتِكَ الْجَامِعَةِ
بِمَحَبَّتِكَ يَا أَمَلَ الْمُشْتَاقِيْن

উচ্চারণ : আল্লাহুম্মাজ আ’ললি ফিহি নাসিবাম মিন রাহমাতিকাল ওয়াসিআ’তি; ওয়াহদিনি ফিহি লিবারাহিনিকাস সাত্বিআ’তি; ওয়া খুজ বিনাসিয়াতি ইলা মারদাতিকাল ঝামিআ’তি; বিমাহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাক্বিন।

অর্থ : হে আল্লাহ ! আজকের দিনে আপনি আমাকে আপনার প্রশস্ত রহমতের অধিকারী করুন। আমাকে পরিচালিত করুন আপনার উজ্জ্বল প্রমাণাদির দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল! আপনার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যান।

পরিশেষে, মহান আল্লাহ তা’আলা মুসলিম উম্মাহকে রহমত দশকের ৯ম দিনে এ দোয়ার মাধ্যমে তাঁর রহমত ও সঠিক পথের সন্ধান দান করুন। আমিন।

☪ অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর