বিশ্বকাপ ভেন্যু: ভলগোগ্রাড অ্যারেনা

ভলগোগ্রাড অ্যারেনা

বিশ্বকাপ ভেন্যু: ভলগোগ্রাড অ্যারেনা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাড়ির উঠোনে বিশ্বকাপকে কেন্দ্র করে ভলগোগ্রাড অ্যারেনা স্টেডিয়ামটি সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করেছে রাশিয়া সরকার। এটির অবস্থান দেশটির ভলগোগ্রাড ওবলাস্ট অঞ্চলে। স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। কাজ শেষ হয়েছে চলতি বছরেই।

 

বাকিটা জেনে নিন এখানে-

news24bd.tv  ভলগোগ্রাড ওবলাস্ট অঞ্চলের ঐতিহ্যবাহী মামেইয়েভ কুরগান ওয়ার স্মৃতি স্থাপনার পাশে নির্মাণ করা হয়েছে ভলগোগ্রাড অ্যারেনা স্টেডিয়ামটি।

news24bd.tv

news24bd.tv  দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক স্মৃতিচিহ্ন রয়েছে এই শহরে। পূর্বে স্টালিনগার্ড নামে পরিচিত ছিল ভলগোগ্রাড।

news24bd.tv  এই স্টেডিয়ামের ছাদ একটি বিশেষ পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে।

সাইকেলের চাকার মতো দেখতে ফাইবারের সাহায্যে নির্মিত ওপরের অংশটি বয়ে চলা বাতাসকে নিচে পাঠাতে সাহায্য করবে।

news24bd.tv  স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৪৫৫৬৮ জন।

news24bd.tv

news24bd.tv  স্টেডিয়ামটি নির্মাণ করেছে মস্কো ভিত্তিক ক্রীড়া প্রকৌশল প্রতিষ্ঠান স্ট্রোয়ট্রান্সগ্যাজ।

news24bd.tv  ভলগোগ্রাড অ্যারেনা নির্মাণে খরচ হয়েছে ৩৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

news24bd.tv আসন্ন বিশ্বকাপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শনীয় এই ভেন্যুতে।  

সূত্র: ফিফা ডট কম, উইকিপিডিয়া

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর