‘তুরস্ককে এস-৪০০ কিনতে যুক্তরাষ্ট্রের বাধা’

এস-৪০০।

‘তুরস্ককে এস-৪০০ কিনতে যুক্তরাষ্ট্রের বাধা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়ে তুরস্ককে ‍যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যতই বাধা দিক এতে কোনো লাভ হবে না।

সেন্ট পিটার্সবার্গে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অধিবেশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন।

তুরস্ক অস্ত্র কিনতেই পারে উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া থেকে উন্নতমানের এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য ন্যাটো জোটের সদস্য তুরস্ক সিদ্ধান্ত নিয়েছে।

এখানে অপরাধটা কী? তুরস্কের বিরুদ্ধে এ ধরনের চাপ সৃষ্টি করা অন্যায়।

এরদোয়ানকে চাপ ‍কিছু হবে না উল্লেখ করে পুতিন আরো বলেন, আমি জানি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে এ ধরনের চাপ দিয়ে ফলাফল আনা কঠিন। এর বিপরীতে এরদোগানকে এই চাপ এস-৪০০ কেনার বিষয়ে আরো উৎসাহিত করবে। জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তিনি কোনো আপোশ করবেন না।

এর দুদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এস-৪০০ কেনা থেকে তুরস্ককে বিরত রাখতে ওয়াশিংটন প্রচেষ্টা অব্যাহত রাখবে। এ ধরনের ব্যবস্থা ন্যাটোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গত এপ্রিল মাসে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে এরদোগান ও পুতিন একমত হন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর