ঈদের আগে ও পরে মহাসড়ক সংস্কার বন্ধ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঈদের আগে ও পরে মহাসড়ক সংস্কার বন্ধ: কাদের

ফেনী প্রতিনিধি

ঈদের আগের দশ দিন এবং পরের পাঁচ দিন মহাসড়কে খোঁড়াখুঁড়ি বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এসময় যাতে যানজট সৃষ্টি না হয় এজন্য রাস্তার গুরুত্ত্বপূর্ণ মেরামতের কাজও বন্ধ রাখতে হবে।

রোববার দুপুরে ফেনীর সার্কিট হাউজে ঈদের আগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারল বিষয়ক মতবিনিমিয় সভায় এ কথা বলেন।

টোল প্লাজায় টাকা ভাংতি দিতে গিয়ে দীর্ঘ সূত্রতার কারণে যানজট সৃষ্টি হচ্ছে এমন মন্তব্য করে মন্ত্রী চালকদের সম পরিমাণ টাকা রাখতে বলেন।

এ জন্য সর্বসাধারণের সচেতনতার জন্য বিজ্ঞতি প্রকাশের জন্য বিআরটিকে নির্দেশ দেন মন্ত্রী।

রাস্তায় রং সাইডে গাড়ি চালানো যানজটের অন্যতম কারন উল্লেখ করে মন্ত্রী বলেন, যত প্রভাবশালীই হোক রং সাইডে গাড়ি চালনাকারীদের জরিমানা করা হবে। এজন্য পুলিশকে নির্দেশ দেওয়া আছে।

এসময় উপস্থিত ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান, চট্রগ্রাম বিভাগের আওতাধীন জেলা প্রশাসকবৃন্দ, চ্রট্রগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্রগ্রাম বিভাগের পুলিশ সুপার বৃন্দ, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী বৃন্দ ও পরিবহন সংশ্লিষ্ট নেতারা।


(নিউজ টোয়েন্টিফোর/রতন/তৌহিদ)

সম্পর্কিত খবর