নাটোরে ন্যায্য মজুরির দাবিতে স্বর্ণ কারিগরদের মানববন্ধন

নাটোরে ন্যায্য মজুরির দাবিতে স্বর্ণ কারিগরদের মানববন্ধন

নাসিম উদ্দীন • নাটোর প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রস্তাবিত ক্যাডিয়াম ও হলমার্ক ভিত্তিক গহনা প্রস্তুত পদ্ধতি প্রত্যাহার করে পূর্বের ন্যায় ভরিপ্রতি ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পালিত কর্ম বিরতির দ্বিতীয় দিনে নাটোরে মানববন্ধন করেছে  স্বর্ণশিল্প কারিগররা।  

আজ (২৮ মে) দুপুরে শহরের পিলখানা এলাকায় দুই শতাধিক জুয়েলার্সের কয়েক হাজার কারিগর এই কর্মসূচিতে অংশ নেয়।  

মানববন্ধনে করিগররা অভিযোগ করেন, বাজুস কর্তৃক প্রস্তাবিত ক্যাডিয়াম ও হলমার্ক ভিত্তিক গহনা প্রস্তত পদ্ধতিতে ২১ ও ২২ ক্যারেটের গহনার জন্য ২৫০০ টাকা ও ১৮ ক্যারেটের জন্য ১০০০ টাকা নির্ধারিত হয়েছে। এতে তাদের মাসিক আয় দাঁড়ায় মাত্র ১০ হাজার টাকা।

 

অথচ সনাতনি পদ্ধতিতে প্রতি ভরিতে ৪০০০ টাকা হিসেবে মাসে ১৬ হাজার টাকা পেতেন। তাই মানববন্ধনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পারিশ্রমিক বাড়ানোর পরিবর্তে কমানোর এ পদ্ধতি দ্রুত প্রত্যাহারের দাবি করা হয়।  

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার, সাধারণ সম্পাদক শাহজাহান শেখ, সহ-সভাপতি রানা ঘোষ, কোষাধ্যক্ষ বিমান দাস, সহ-সম্পাদক গোপেশ সরকার প্রমুখ।  

আজকের মধ্যে দাবি না মানা হলে মঙ্গলবার (২৯ মে) থেকে অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান শেখ।

 

নাসিম/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর