খুলনার গ্রাম আদালতে ১৯শ মামলা নিষ্পত্তি

খুলনার গ্রাম আদালতে ১৯শ মামলা নিষ্পত্তি

সামছুজ্জামান শাহীন • খুলনা

খুলনার ৬ উপজেলার ৪১টি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। এসব ইউনিয়নে ২০১৭ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ২ হাজার ৭টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ১ হাজার ৯০৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। শতকরা হিসেবে মামলা নিষ্পত্তির হার ৯৮ ভাগ।

আজ (৩১ মে) খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালায় এসব কথা জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ইশরাত জাহান।

কর্মশালায় বক্তারা বলেন, উচ্চ আদালতে কয়েক লাখের বেশি মামলা জমে রয়েছে।

গ্রাম আদালত এই মামলা জট ছাড়াতে বিশেষ ভূমিকা রাখবে। এখানে স্থানীয় পর্যায়ের বিরোধগুলো দ্রুততম সময়ে, স্বল্প খরচে ও স্বচ্ছতার সাথে নিষ্পত্তি করা হয়।  

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি’র কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট অর্পণা ঘোষ। স্বাগত জানান ইউএনডিপি’র জেলা সমন্বয়ক মামুনুর রশিদ খান। স্থানীয় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, উপকারভোগীসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।  

শাহীন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর