শিশুখাদ্যে ভেজাল, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

শিশুখাদ্যে ভেজাল, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নজির আহম্মদ রতন • ফেনী প্রতিনিধি

ফেনীতে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন খাদ্য সামগ্রী সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ (৩১ মে) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

জানা যায়, বৃহস্পতিবার শহরের ভিতরের বাজারের খদ্দেরপট্টির নিয়তি স্টোরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় আচার, ফ্রুটজেল, লিচু, চকোলেট, জুসসহ নানা ধরনের মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল শিশু খাদ্য রাখার দায়ে দোকানের মালিক চিনুলাল নাথকে ১ লাখ টাকা এবং একই রকম পণ্য পাওয়ায় ধানপট্টির ভুঁইয়া ট্রেডার্সের দাউদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনুমোদনহীন বিদেশি সিগারেট বিক্রির অপরাধে ট্রাংক রোডের শিল্পী স্টোরের মালিক লিটন চৌধুরী ও স্বদেশ বিতানের নুরুল আফসারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সাইফ উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রতন/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর