ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নার্স নিহত

নিহত ফিলিস্তিনি নার্স রাজান আশরাফ আল-নাজ্জার

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি নার্স নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নার্স নিহত হয়েছেন। আহত বিক্ষোভকারীদের চিকিৎসা সেবা দেয়ার সময় গুলি চালায় ইসরাইলি সেনারা। শুক্রবার (১ জুন) গাজা উপত্যকা ও ইসরাইল সীমান্তে ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমসমূহের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ফিলিস্তিনি নার্সের নাম রাজান আশরাফ আল-নাজ্জার বলে ফিলিস্তিনি হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।

২১ বছর বয়সী ওই নার্স গাজা শহর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে আহত একজন ফিলিস্তিনিকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। গাজার সঙ্গে অধিকৃত ভূখণ্ডের সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনি জনতার ওপর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে ওই ফিলিস্তিনি আহত হয়েছিলেন।

এ সময় বর্বর ইসরাইলি সেনারা আবার নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে রাজান আশরাফ গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে ওই ফিলিস্তিনি নার্স মারা যান।

শুক্রবারের বিক্ষোভে কমপক্ষে শতাধিক ফিলিস্তিনি আহত হয়।

প্রসঙ্গত, গেল ৩০ মার্চ থেকে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে ইসরাইল বিরোধী বিক্ষোভ শুরু করে গাজার ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত ইহুদি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ১২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের মধ্যে ১৪টি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো ১৩ হাজার ৩শ জন। যাদের মধ্যে ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: জেরুজালেম পোস্ট, মিডল ইস্ট আই

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর