শক্তিমান চাকমা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

শক্তিমান চাকমা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

শক্তিমান চাকমা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যায় জড়িত ২ আসামীকে  গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার বিকাল ৫টার দিকে আশুলিয়ার বুড়িবাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের  গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃতরা হলো-রিপন চাকমা (৩৬) ও খানতোময় ত্রিপুরা (৩৩)। তারা ইউপিডিএফের সদস্য।

পুলিশের একটি সূত্র জানায়, নানিয়ারচর থানার মাধ্যমে খবর পেয়ে তাদের  গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কল্পনা চাকমা অপহরণের ২২ বছর পূর্তি উপলক্ষ্যে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌসসহ অন্যান্যের বিচারের দাবি, পাহাড় সমতলে নারীর সম্ভ্রম, জীবনের নিরাপত্তা, বন্দুকযুদ্ধের নামে হত্যা, সেনা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের লিফলেট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই ফরহাদ হোসেন ছোটন বলেন, আশুলিয়া থানা পুলিশ রাঙ্গামাটি থানার মেসেজ পেয়ে জানতে পারে শক্তিমান চাকমার হত্যাকারী রিপন চাকমা ও খানতোময় ত্রিপুরা আশুলিয়া বুড়িরবাজার এলাকায় অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে  গ্রেপ্তার করা হয়।

  গ্রেপ্তারকৃতদেরকে রাঙ্গামাটি থানায় পাঠানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদের কার্যালয়ে যাওয়ার পথে অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়।

তিনি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক জনসংহতি সমিতি থেকে বেরিয়ে গঠিত জনসংহতি সমিতি এমএন-লারমার প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

 

সম্পর্কিত খবর