পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন করছে সরকার। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব, প্রমাণ করেছে আওয়ামী লীগ। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে কুড়িগ্রামের ধরলা নদীর ওপর ৯৫০ মিটার দীর্ঘ 'শেখ হাসিনা ধরলা সেতুর' উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রথম ধরলা সেতু আমরা ক্ষমতায় থেকে করেছি। ২য় ধরলা সেতুও আমরা করলাম। লালমনিরহাট, রংপুর কুড়িগ্রামবাসীর জন্য এ সেতু আমার পক্ষ থেকে ঈদ উপহার। এ সেতুর মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের আরও আর্থসামর্জিক উন্নয়ন ঘটবে।

শেখ হাসিনা বলেন, অবহেলিত অঞ্চলগুলোকে গুরুত্ব দিয়ে, দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার। সরকারের লক্ষ্য তৃণমূল পর্যন্ত সরকারের উন্নয়ন পৌঁছে দেয়া। তাই যার যে দায়িত্ব আছে, তা গুরুত্ব ও আন্তরিকতা দিয়ে পালন করতে হবে। দেশ ও মানুষের প্রতি আন্তরিকতা থাকলেই উন্নয়ন সম্ভব, তা আজ প্রমাণিত।

কুড়িগ্রাম এলজিইডির তত্ত্বাবধানে সম্পূর্ণ দেশীয় অর্থ ও প্রযুক্তিতে এই গার্ডার সেতুটি নির্মিত হয়েছে। ১৯১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৯৫০ মিটার দীর্ঘ এই সেতুটি উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু। এ সেতুটি উত্তর ধরলার তিনটি ইউনিয়নসহ কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন এলাকাবাসী। সেতুর সুবিধা পাবেন কমপক্ষে ২০ লাখ মানুষ।

এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২০ সেপ্টেম্বর এই সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন। সেতুটি নির্মাণ করছে সিমপ্লেক্স এবং নাভানা কনস্ট্রাকশন গ্রুপ। ৯৫০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮০ মিটার চওড়া সেতুটির ১৯টি স্প্যান ও ৯৫টি গার্ডার রয়েছে।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর