দেশে ফিরলেন আরও ৩০ নির্যাতিত নারী

দেশে ফিরলেন আরও ৩০ নির্যাতিত নারী

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরবে নির্যাতনের শিকার বাংলাদেশি নারীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। কাল রাতেও হতাশার চেহারা ও গরম লোহার ছ্যাকাসহ নানা ধরনের আঘাতের চিহ্ন নিয়ে দেশে ফিরেছেন ৩০ জন বাংলাদেশি নারী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হেল্প ডেস্ক থেকে এ তথ্য জানা গেছে।

ফিরে আসা নারীরা বিমানবন্দরে নেমে শুকরিয়া আদায় করেন।

তারা বলেন, মনে হচ্ছে দোযখ থেকে মুক্তি পেলাম। দেশে সম্মান নিয়ে বাঁচতে চাই।  

সৌদি থেকে আসা কুমিল্লার শেলী বলেন, ‘তিন মাস আগে দালাল মঈনের মিষ্টি কথা শুনে সৌদি যাই। এটা ছিল জীবনের বড় ভুল।

সৌদির অত্যাচারী মালিকের সব কথা বলতে পারব না। শুধু এতটুকু বলব, সে মানুষ নামে জানোয়ার। ’

তিনি আরও বলেন, ‘বাসার কাজের কথা বলে নিলেও তাদের মতলব ছিল ভিন্ন। খারাপ কাজের প্রস্তাব দিলে আমি পালিয়ে দূতাবাসে গিয়ে আশ্রয় নেই। সেখান থেকে নিয়ম অনুযায়ী জেল খাটতে হয়। অবশেষে দেশে ফেরত আসলাম। ’

নওগাঁর আঞ্জুমারা বলেন, ‘বাজে প্রস্তাবে সাড়া দেই নাই বলে গরম লোহা পিঠে লাগানো ছাড়াও অসংখ্য বার মারধর করেছে। ’

গেল মাসে সৌদি জেলখানার নারী সেল থেকে দুই শতাধিক বাংলাদেশি নারী কর্মী দেশে ফিরে এসেছেন। কাল দেশে আসা এ ৩০ জনকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আবেদনের প্রেক্ষিতে ফিরিয়ে আনা হয়।

এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল অান্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অমানবিক নির্যাতন সইতে না পেরে তারা অভিবাসন ক্যাম্পে আশ্রয় নেন। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর