গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ২৫ জন নিহত

গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।

গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ২৫ জন নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০০ জন। রোববার দেশটির ‘ফুয়েগো’ আগ্নেয়গিরিতে এ ঘটনা ঘটে।  

সূত্র জানায়, গত ৪০ বছরের মধ্যে প্রথমবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এ আগ্নেয়গিরি।

ফরে এত বেশি হতাহতের ঘটনা ঘটে।

দেশটির রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আগ্নেয়গিরিটি অবস্থিত। স্থানীয় ভাষায় এটিকে ‘ভলক্যান ডি ফুয়েগো’ বলে। যার অর্থ আগুনের আগ্নেয়গিরি।

গুয়েতেমালার জরুরি বিভাগ জানিয়েছে, আগ্নেয়গিরিটি থেকে উদগত লাল রঙের উত্তপ্ত লাভা আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়লে লোকজন দগ্ধ হয়।

আগ্নেয়গিরির ছাইয়ের কারণে গুয়াতেমালা সিটি’র লা অরোরা বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে। অবস্থা স্বাভাবক হলে তা খুলে দেওয়া হবে।

কর্মকর্তারা আশপাশের অধিবাসীদের সতর্ক করে দিয়ে বলেছেন, লাভার উদগীরণ আবার যেকোনো সময় শুরু হতে পারে। তাই সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর